ডোমকলঃ ডোমকলে ভর দুপুরে ব্যাঙ্ক ডাকাতি ঘিরে এলাকায় চাঞ্চল্য। মুর্শিদাবাদ জেলার ডোমকল থানার মোড়ে সংলগ্ন এলাকায় বুধবার দুপুরে রাষ্ট্রায়াত ব্যাঙ্কের কাস্টমার সার্ভিস পয়েন্টে ডাকাতি হয় বলে অভিযোগ করেন সার্ভিস পয়েন্টের ম্যানেজার স্নেহাশিস স্যান্যাল। তিনি বলেন এদিন দুপুরে সার্ভিস পয়েন্টে থাকা কালীন দুজন দুস্কৃতি মুখে রুমাল বেঁধে আগ্নেয়াস্ত্র নিয়ে ব্যাঙ্কে ঢোকে। সেই সময় ব্যাঙ্ক ফাঁকা থাকায় তাকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রায় ৪২হাজার টাকা নিয়ে চম্পট দেয় দুস্কৃতিরা। স্থানীয়রা দেখে ফেলায় বাকী ১লক্ষ ৩০হাজার টাকা ফেলে পালায় দুস্কৃতিরা। ব্যাঙ্ক কর্তৃপক্ষজানিয়েছে সিনেমার কায়দায় বন্ধুক দেখিয়ে তারা ডাকাতি করে চম্পট দেয়। ডোমকল থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে তিনি জানিয়েছে।
ডোমকলে ভর দুপুরে ব্যাঙ্ক ডাকাতি
বুধবার,১৯/১২/২০১৮
656
বাংলা এক্সপ্রেস---