অভিষেকের সভায় তৃণমূলে যোগ দেওয়া বিজেপির পঞ্চায়েত সদস্য একদিন পরেই ফিরে গেল বিজেপিতে


বুধবার,১৯/১২/২০১৮
425

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: অভিষেকের সভায় তৃণমূলে যোগ দেওয়া বিজেপির পঞ্চায়েত সদস্য একদিন পরেই ফিরে গেল বিজেপিতে। ফিরেই অভিযোগ করলেন তাকে চাপ দিয়ে ভয় দেখিয়ে নিয়ে গিয়েছিল তৃণমূল। আজ বিজেপির জেলা পার্টি অফিসে এই পঞ্চায়েত সদস্যের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা সভাপতি শমিত দাস।গত ১৭ ডিসেম্বর পশ্চম মেদিনীপুর জেলার গোয়ালতোড়ে সভা করতে আসেন তৃণমুল সাংসদ তথা যুব সভাপতি অভিষেক ব্যানার্জী।

আর এই সভাতে বেশ কয়েকজন অন্নান্য দল থেকে তৃণমুলে যোগদান করেন। যাদের হাতে দলীয় পতাকা তুলে দেন সাংসদ অভিষেক ব্যানার্জী। আর এই সভাতে যোগ দিয়েছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ৯ নং অঞ্চলের ৪০ নং বুথের বিজেপির জয়ী পঞ্চায়েত সদস্য জিতেন মাহাত। তৃণমূলে যোগদানের এক দিনের মধ্যেই সেই জয়ী প্রার্থী আজ ফের ফিরে এলেন বিজেপিতে। আজ দুপুরে বিজেপির পশ্চিম মেদিনীপুর জেলা কার্যালয়ে এই পঞ্চায়েত সদস্যের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির জেলা সভাপতি শমিত দাস।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট