Categories: রাজ্য

ইকনমিক রুরাল ডেভলপমেন্ট সোসাইটি ও সহায়ের বার্ষিক অনুষ্ঠানে সামাজিক বার্তা

কলকাতা: দু-দিন ব‍্যাপি অনুষ্ঠিত হল ইকনমিক রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি ও সহায়ের বার্ষিক অনুষ্ঠান। ঋষি রাজনারায়ণ বসু স্মৃতি মন্দিরের মাঠে আয়োজিত এই অনুষ্ঠান ঘিরে সংস্থার সদস্য- সদস্যাদের মধ্যে ছিল ব্যাপক উন্মাদনা। দুদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্টজনেরা। উপস্থিত ছিলেন স্থানীয় মানুষেরাও। পৃথিবী গবেষক মাইকেল তরুণ এই অনুষ্ঠানে যোগ দিয়ে পৃথিবীকে দূষণ মুক্ত করার আহ্বান জানান।

রাজপুর সোনারপুর পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের পৌরমাতা দীপা ঘোষও উপস্থিত হয়েছিলেন অনুষ্ঠানে। ইকনমিক রুরাল ডেভলপমেন্ট সোসাইটির সামাজিক কর্মকান্ডের ভূয়শী প্রশংসা করেন তিনি। মানবাধিকার সংগঠক সুনীত গোপ হাজির হয়েছিলেন দ্বিতীয় দিনে। সুস্থ সমাজ গড়ে তুলতে এই সংস্থা যে ধারাবাহিক কাজ করে চলেছে তা উল্লেখ করে সকলকে পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।এছাড়াও সহায়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চিরঞ্জীব সামন্ত, সহায় তরফে উদ্যোগ কর্মসূচির অদিতি মুখার্জী, পৌলমী চ্যাটার্জী, মনোবিদ অর্পিতা দে সহ অন্যান্যরা।

প্রথম দিনের অনুষ্ঠান ওয়াই.এস.সি প্রোগ্ৰামের উপর আলোকপাত করে তাদের বিষয়বস্তু বিভিন্ন স্টলের মাধ্যমে সকলের কাছে তুলে ধরা হয়। ইকনমিক রুরাল ডেভলপমেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা সম্পাদক মধু বসু ও সহায়ের প্রোগ্ৰাম ম‍্যানেজার দেবত্রি দাস অনুষ্ঠানের শুভ সূচনা করেন। ওয়াই.এস.সি প্রোগ্ৰামের বিভিন্ন বিভাগে সফল শিক্ষার্থী, সি.এফ, অভিভাবকদের পুরস্কার ও শংসাপত্র তুলে দেন ওয়াই.এস.সির ফেসিলেটর মহঃ আরশাদ ও প্রোগ্ৰাম ম‍্যানেজার দেবত্রি দাস। নাচ, নাটকের পাশাপাশি ম‍্যাজিক শোয়ের আয়োজনও করা হয়। সংস্থার যুবদলের প্রয়াসে গ্ৰাম বাংলার আদলে সম্পূর্ণ আয়োজন উপস্থিত সকলের মন ছুঁয়ে যায়।

প্রথম দিনের ছন্দে তাল মিলিয়ে দ্বিতীয় দিনের অনু়ষ্ঠানের শুভারাম্ভ করেন সহায়ের ডিরেক্টর সিক্তা ব‍্যানার্জী ও ইকনমিক রুরাল ডেভেলপমেন্ট সোসাইটির প্রকল্প আধিকারিক শুভাশীষ গুহ। বদলাও, উল্লাস, উন্মেষ, উদ্যোগ, কান্ডারী, ই.আর.সি প্রোগ্ৰামের শিক্ষার্থীরা প্রত্যেকে তাদের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে প্রতিটি বিভিন্ন পোস্টার, ফ্লেক্স ও মডেলের মাধ্যমে নিজেদের প্রোগ্ৰাম সম্পর্কিত যাবতীয় তথ্য তুলে ধরেন। নাচ,গানের পাশাপাশি উল্লাস ও যোগার শিক্ষার্থীদের গানের তালে তালে বিভিন্ন ক্রীড়া কৌশল ও উন্মেষের ছোট ছোট ছেলেমেয়েদের ও সংস্থার সমাজকর্মীদের দুটি নাটক দর্শকদের মন জয় করে নেন। ২০১৮ সালে ইকনমিক রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি সহায়ের “বেস্ট পার্টনারশিপ প্রজেক্ট” এবং বদলাও প্রোগ্ৰামে প্রথম স্থান দখল করায় সংস্থার সকল কর্মী ও যুবরা নিজেদের সাফল্য সকলের সাথে ভাগ করে নেন।

উল্লেখ্য, ১৯৯০ সালে ইকনমিক রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি, সহায় ও চিলড্রেন ইন্টারন‍্যাশনালের স্পনসরশিপ প্রোগ্ৰামে যুক্ত হয়। বর্তমানে এদের সমস্ত কর্মসূচির কেন্দ্রবিন্দু হল স্বাস্থ্য,পুষ্টি,শিক্ষা, ক্ষমতা প্রদান ও কর্ম নিয়োগের যোগ্য রূপে গড়ে তোলা। এই লক্ষ‍্যকে বাস্তবে রূপায়িত করার জন্য সারা বছর ধরে চলে বিভিন্ন ট্রেনিং ও কর্মসূচি। যেমন- উল্লাস, উন্মেষ, উদ্যোগ, কান্ডারী, বদলাও, ওয়াস,ওয়াই.এস.সি, ই.আর.সি ইত‍্যাদি।

Susmita Sarkar

Share
Published by
Susmita Sarkar

Recent Posts

মণিপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কেন্দ্রের কড়া নজর: পর্যালোচনা বৈঠকে অমিত শাহ

মণিপুরের ক্রমশ উদ্বেগজনক হয়ে ওঠা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল নতুন দিল্লিতে…

8 hours ago

আদিবাসী সমাজের উন্নয়ন: প্রকল্প পর্যালোচনায় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বিশেষ বৈঠক

আদিবাসী সমাজের উন্নয়নমূলক প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনা করতে আজ একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করেছেন মুখ্যমন্ত্রী মমতা…

8 hours ago

হাওড়া-ধর্মতলা মেট্রোতে ট্রেনের সংখ্যা বাড়ছে, কমছে অপেক্ষার সময়

যাত্রীদের সুবিধার্থে এবং সকাল ও সন্ধ্যার অফিসের ব্যস্ত সময়ে যাত্রী ভিড় সামাল দিতে মেট্রো রেল…

8 hours ago

রবীন্দ্র সেতুর স্বাস্থ্য পরীক্ষা: শনিবার রাতে যান চলাচল বন্ধ থাকবে

কলকাতা, ১৬ নভেম্বর ২০২৪:শ্যামা প্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্টের উদ্যোগে আগামী শনিবার রাত থেকে রবীন্দ্র সেতু…

3 days ago

‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে ট্যাব বিতরণের টাকা অন্য অ্যাকাউন্টে, তদন্তে সিট গঠন করল কলকাতা পুলিশ

‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে শিক্ষার্থীদের ট্যাব বিতরণের টাকা দুর্নীতির অভিযোগে উত্তাল পশ্চিমবঙ্গ। বহু ছাত্রছাত্রীর ট্যাবের টাকা…

4 days ago

দক্ষিণ ২৪ পরগনার নামখানায় আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ ঘিরে উত্তাল, বিজেপির বিক্ষোভে ধস্তাধস্তি

দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লক আজ উত্তাল আবাস যোজনায় দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে। বিজেপির ডাকে…

4 days ago