মুর্শিদাবাদঃ ঘূর্ণিঝড় ফেথাইয়ের প্রভাবে ইতিমধ্যে কলকাতা ও বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টি শুরু হয়েছে। তার জেরেই রাজ্যের সাথে সাথে মুর্শিদাবাদ জেলাজুড়ে মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছে ঝিরঝিরে বৃষ্টি, যদিও সোমবার সারাদিন আকাশের মুখ ভার এবং সন্ধ্যার পর থেকেই শুরু হয় বৃষ্টি। এদিন সকাল থেকে মুর্শিদাবাদের হরিহরপাড়া, ডোমকল এবং বহরমপুরে দফায় দফায় ভারি বর্ষনও হয়। আর তার জেরেই মাথায় হাত চাষীদের।বিশেষ করে যারা শীতকালীন সবজি চাষ করেন সেই সমস্ত চাষিরা ব্যপক ক্ষতির সম্মুখীন হয়েছেন।
জেলার হরিহরপাড়া, নওদা, ডোমকল, জলঙ্গী,রানীনগরের বিস্তীর্ণ এলাকার চাষিরা মরসুমী সব্জি চাষের উপর নির্ভরশীল। এছাড়াও জেলায় কয়েক বছর ধরে গম চাষ বন্ধ থাকার ফলে চাষীরা শীতকালীন রাই, সর্ষে, মসুর, ছোলা, আলু, চাষের দিকেই বেশি ঝুকেছিলেন। আর এই অকাল বর্ষনে জমিতে পড়ে আছে কাটা ধান। এই ভাবে বৃষ্টি চলতে থাকলে শীতকালীন সবজিতে পচন ধরতে পারে বলে জানান চাষীরা। ক্ষতির মুখে জেলার চাষীরা। আকাশ পরিষ্কার হলেই জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা। ব্যাহত হয়ে পড়েছে জনজীবন।