ফেতাই এর দাপটে কনকনে শিতের আভাস


মঙ্গলবার,১৮/১২/২০১৮
639

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: ফেতাই এর দাপটে জেলায় বৃষ্টি শুরু হয়েছে সোমবার থেকেই। বিকালের পর সামান্য কমলেও সারারাত চলল অবিশ্রান্ত বৃষ্টি। মঙ্গলবার সকালেও বিরাম নেই বৃষ্টির। অার এতেই কনকনে শিতের আভাস মিলল জেলায়। সোমবার পশ্চিম মেদিনীপুর জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ‍২২° c ও সর্বোনিম্ন তাপমাত্রা ছিল ১৭° c। মঙ্গলবার তাপমাত্রা নামতে পারে আরো নিচে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ১৯°c এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১৩°c। তবে মঙ্গলবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি কমতে পারে, এমনটাই আশার আলো শুনিয়েছে আবহাওয়া দপ্তর।ফেতাই এর কাঁধে চড়ে যে শিত আগত তা বলাই বাহুল্য। রাতের দিকে তাপমাত্রা নামতেই চলছে আগুন পোহানোর পালা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট