ঝাড়গ্রাম: বহু প্রতীক্ষিত চিল্কিগড় ডুলুং নদী উপরে সেতু নির্মাণের প্রক্রিয়া শুরু হল। আগামী দুই’বছরের মধ্যে সমীক্ষা, মাটি পরীক্ষণ, নকশা সহ সেতু নির্মাণের কাজ শেষ হবে যাবে বলে জানা গিয়েছে ঝাড়গ্রাম পিডব্লুডি (সিভিল) দফতর সূ্ত্রে। চিল্কিগড় ডুলুং নদীর উপর সেতু তৈরির জন্য মাপজোকের কাজ শুরু হয়েছে। এই সেতুটি কতটা লম্বা বা চওড়া হবে তার জন্য মাপজোকের কাজ শুরু হয়ে গিয়েছে। চলে সমীক্ষার কাজ। এরপর মাটি পরীক্ষা কাজ শুরু হবে। আর তারপরই সেতু নির্মাণের জন্য কতটা অর্থের প্রয়োজন হবে তার এস্টিমেট পাঠানো হবে।
উল্লেখ্য, গত বছর জামবনি ব্লকের এই চিল্কিগড় ডুলুং নদী উপরে নদীর দু’পাশে কয়েক লক্ষ টাকা ব্যয়ে মাটি পরীক্ষার কাজ হয়েছিল। তখন মানুষ আশা করেছিলেন এবার হয়তো বহু প্রতীক্ষিত সেতুটির কাজ শেষ হবে। কিন্ত তা হয়নি। এরপর এবার পিডব্লুডির পক্ষ থেকে সমীক্ষার কাজ শুরু হওয়ায় আশায় বুক বেঁধেছে জামবনিবাসী। প্রতিবছর বর্ষায় ডুলুং নদী প্লাবিত হয়ে কজওয়ের উপর দিয়ে তীব্র স্রোতে জল বয়ে যায়। এ আর এর ফলে জামবনি ব্লক সদর গিধনি-সহ ব্লকের কয়েক হাজার গ্রাম জেলা সদর ঝাড়গ্রাম থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তাই চিল্কিগড় নদীর উপর সেতু তৈরির দাবি দীর্ঘ কয়েক দশকের।