বিপুল পরিমান আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক


সোমবার,১৭/১২/২০১৮
444

বাংলা এক্সপ্রেস---

বেলডাঙ্গাঃ রবিবার রাত্রে বেলডাঙ্গা থানার পুলিস গোপন সূত্রে খবর পেয়ে বেলডাঙ্গার মির্জাপুর বাঁধপাড়া এলাকায় সাথী নামক একটি ইট ভাটায় তল্লাশি চালিয়ে ১টি 9mm পিস্তল, ১টি 7mm পিস্তল, ৬টি পাইপগান এবং ৬রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে। আগ্নেয়াস্ত্র পাওয়ার অভিযোগে ইট ভাটায় মালিক গাজী রহমানকে গ্রেপ্তার করে পুলিস। সোমবার ধৃতকে আদালতে তোলা হবে বলে পুলিস সূত্রে খবর। ২দিনের পুলিস ফেহাজতে নেওয়ার আবেদন জানাবে তারা। তবে আগ্নেয়াস্ত্র মজুত রাখার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিস।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট