জাতীয় সাংবাদিক ক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত হয়েছে। আজ ১৬ ডিসেম্বর রবিবার সকাল ১১টায় শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ অর্পণের মধ্য দিয়ে পালিত হয়েছে দিবসটি।
পরবর্তীতে জাতীয় সাংবাদিক ক্লাবের ঢাকা শান্তিনগরস্থ কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সাংবাদিক ক্লাবের প্রতিষ্ঠাতা মো: সাইফুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি মো: হারুন অর রশিদ।
জাতীয় সাংবাদি ক্লাবের সভাপতি কাজী জহির উদ্দিন তিতাসের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ সভাপতি মো: রফিকুল ইসলাম জোমাদ্দার মিলন, সাধারণ সম্পাদক হাসান আলী রেজা দোজা, সাংগঠনিক সম্পাদক আল মাহমুদ, শারমীন আক্তার, মহিলা বিষয়ক সম্পাদক সুমী খান, সহ মহিলা বিষয়ক সম্পাদক তাহমিনা আক্তার তনু।
সভায় প্রধান অতিথি জাতীয় সাংবাদিক ক্লাবের প্রতিষ্ঠাতা মো: সাইফুল ইসলাম বলেছেন আজ মহান বিজয় দিবস। বাঙালি জাতির জীবনে আজ এক আনন্দের দিন। এমনি এক দিনের প্রতীক্ষায় কেটেছে বাঙালির হাজারো বছর। বহু কাঙ্খিত সেই দিনটির দেখা মিলেছিল ইতিহাসের পাতায় রক্তিম আখরে লেখা এক সংগ্রামের শেষে ১৯৭১ সালে, ১৬ ডিসেম্বর।
ওই দিন ঢাকার ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) বর্বর পাকিস্তানি বাহিনী হাতের অস্ত্র ফেলে মাথা নিচু করে দাঁড়িয়েছিল বিজয়ী বীর বাঙালির সামনে। স্বাক্ষর করেছিল পরাজয়ের সনদে। পৃথিবীর মানচিত্রে অভ্যুদয় ঘটেছিল স্বাধীন বাংলাদেশের।
তিনি সকলকে বিজয় দিবসের মর্যাদা রক্ষায় কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।