রাস্তার বেহাল দশা সংস্কার করা হচ্ছে না, সাধারণ মানুষের দুর্ভোগ


সোমবার,১৭/১২/২০১৮
514

বাংলা এক্সপ্রেস---

হাওড়া: আমতা থানার পাশ থেকে চলে গেছে বালিচক যাবার রাস্তা। সংস্কারহীন রাস্তাটি পড়ে থাকার পরও সরকার সংস্কার করার উদ্যোগ না নেওয়ায় গ্রামবাসীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হচ্ছে। প্রধানমন্ত্রী সড়ক যোযনা রাস্তাটি একেবারে ভগ্ন দশা হয়ে পড়ে আছে।এই রাস্তার দুই পাড়ে সন্তোষ নগর, কলিকাতা,রসপুর ছাড়াও আরও অনেক গ্ৰাম রয়েছে। স্কুল কলেজের ছাত্র-ছাত্রী সহ কয়েক হাজার মানুষকে এই রাস্তা দিয়ে নৃত্য দিন যাতায়াত করতে হয়। তাছাড়াও রসপুরে রয়েছে বি এড কলেজ।

এই রাস্তা দিয়ে যাতায়াত করতে এক মাত্র ভরসা ট্রেকার ও টোটো। সৌভিক রায় নামে বি এড কলেজের এক ছাত্র জানান,আমতা থেকে প্রতিদিন কলেজ যায় টোটোতে করে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় যেকোনো মুহূর্তে টোটো উল্টে গিয়ে বড়োসড়ো দূর্ঘটনা ঘটে যেতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক রসপুরের এক বাসিন্দা বলেন, রাত্রে কোনো বিপদে পড়লে হসপিটাল যেতে গেলে ভোগান্তির শেষ থাকে না। প্রশাসন সব কিছু জানার সত্বেও সংস্কার করার কোনো হেলদোল নেই। সংস্কার না করায় রাস্তার পিচের আস্তরণ উঠে গিয়ে খানাখন্দে ভরা বর্ষার হলে গর্তে জল জমে যায়। যার কারণে সাইকেল মোটর বাইক চালানো খুব কষ্টকর হয় উঠেছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট