দ্বিতীয় টেস্টেই জ্বলে উঠল বিরাট কোহলির ব্যাট


রবিবার,১৬/১২/২০১৮
588

বাংলা এক্সপ্রেস---

এই টেস্ট নিয়ে শুরু হয়েছিল নানান জল্পনা কি হবে এই টেস্টের ফলাফল। দ্বিতীয় টেস্টের শুরুতেই চাপে ছিল ভারতীয় দল। অন্যদিকে প্রথম টেস্টে সেভাবে দাগ কাটতে পারেনি ভারতীয় দলে। তাই সবার নজর ছিল দ্বিতীয় টেস্টের দিকে । এই টেস্টে জ্বলে উঠল ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির ব্যাট। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার তোলা ৩২৬ রানের জবাবে ব্যাট করতে নেমেই চাপে পড়ে গিয়েছিল ভারত।

সেখান থেকে মূলত কোহলি এবং রাহানের ব্যাটে ভর করেই পাল্টা লড়াই শুরু করে টিম ইন্ডিয়া। কোহলি বিদেশের মাটিতে তাঁর সাফল্যর নজির রয়েছে অনেকখানি। পারথে সেই মেজাজে দেখা গেল পুরানো কোহলিকে। তাঁর চওড়া ব্যাটে ভর করে সুবিধাজনক অবস্থায় পৌছয় ভারতীয় দল। তবে এই টেস্টে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই জোরে বোলারদের উপর ভরসা রেখেছে টিম কোহলি। শুধু তাই নয় একের পর এক উইকেট হারিয়ে যখন বিপর্জস্ত ভারতীয় দল ঠিক তখন অধিনায়কের সেঞ্চুরী আবার ম্যাচে ফেরায় ভারতকে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট