পর্যটকদের মনোরঞ্জনের জন্য ফের চলবে বাষ্প চালিত রেল ইঞ্জিন


শনিবার,১৫/১২/২০১৮
667

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর : পর্যটন ব্যাবস্থায় সাধারণ মানুষের মনোরঞ্জনের জন্য এক ভিন্ন ধরনের পদক্ষেপ নিল ভারতীয় রেল। পুরনো ব্যবস্থা কে আবার পর্যটক দের সামনে হাজির করানোর উদ্যোগ নেওয়া নিয়েছে ভারতীয় রেল। বেশ কয়েক বছর আগে থেকেই বন্ধ হয়ে গিয়েছে বাষ্প চালিত রেল ইঞ্জিন। এবার সেই বাষ্প চালিত রেল ইঞ্জিন নতুন করে সাধারণ মানুষের সামনে নিয়ে আসা হচ্ছে। শনিবার খড়গপুর থেকে মেদিনীপুর পর্যন্ত পরীক্ষামূলকভাবে এই বাষ্প চালিত রেল ইঞ্জিন চালানো হয়েছে। আপাতত তিনটি বগি রয়েছে ট্রেন টিতে। সব ঠিকঠাক থাকলে ট্রেন টি খড়গপুর থেকে বিষ্ণুপুর পর্যন্ত চালানো হবে।রেলের এক আধিকারিক জানান, এই ট্রেন টি পর্যটকদের কাছে নিঃসন্দেহে আকর্ষণীয় হয়ে উঠবে। এদিন ট্রেনটি মেদিনীপুরে এলে উৎসুক সাধারণ মানুষ ট্রেনটি দেখতে ভিড় জমান সাথে সেলফি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট