স্বচ্ছ ভারত অভিযান সি আর পি এফ ২০৭ কোবরা বাহিনীর


শনিবার,১৫/১২/২০১৮
672

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর : স্বচ্ছ ভারত অভিযান এর অঙ্গ হিসেবে গত ১ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত নেওয়া হয়েছে বিশেষ সাফাই অভিযান কর্মসূচি। সেই মতো আজ শেষ দিনে এই কর্মসূচির অঙ্গ হিসেবে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী স্টেশনে এবং স্টেশন সংলগ্ন এলাকায় সাফাই অভিযানে নামে সি আর পি এফ ২০৭ কোবরা বাহিনী। এদিন ২০৭ কোবরার কম্যান্ডিং অফিসার অবদেশ কুমার ধেয়ানির নেতৃত্বে এই অভিযান চলে। অভিযানে সামিল হোন খোদ কম্যান্ডিং অফিসার নিজেও। শুধু এই দিনই নয়। বছরভর স্বচ্ছতা সহ কোবরার তরফে একাধিক কর্মসূচি নেওয়া হয় বলে জানান কম্যান্ডিং অফিসার অবদেশ কুমার ধেয়ানি।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট