চিটফান্ড ক্ষতিগ্রস্তদের বিক্ষোভ রাজভবন ও রিজার্ভ ব্যাঙ্কের গেটে, আটক ৫৫২


বৃহস্পতিবার,১৩/১২/২০১৮
900

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: অবিলম্বে কেন্দ্র ও রাজ্যকে চিটফান্ড ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের ব্যাবস্থা করতে হবে। এই দাবিতে বৃহস্পতিবার সরগরম হল মহানগরী। চিটফান্ড সাফারার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দফায় দফায় বিক্ষোভ সংগঠিত হয় রাজভবনের বিভিন্ন গেটে। পরিস্থিতি সামাল দিতে যথেষ্টই বেগ পেতে হয় পুলিশকে। আন্দোলনকারীদের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি হয় পুলিশের।

শেষ পর্যন্ত বিক্ষোভকারীদের আটক করে নিয়ে যায় পুলিশ। স্বাভাবিক হয় পরিস্থিতি। ঘন্টা খানেকের মধ্যেই আবার বিক্ষোভ দেখাতে রাস্তায় নেমে পড়েন চিটফান্ড সাফারার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা। এবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দফতরের সামনে। অবশ্য এক্ষেত্রে বিক্ষোভ বাড়তে দেয়নি পুলিশ। দ্রুততার সঙ্গে বিক্ষোভকারীদের আটক করে নিয়ে যায় পুলিশ। তাঁদের ৫৫২ জনকে আটক করা হয়েছে বলে দাবি করেছেন চিটফান্ড সাফারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রূপম চৌধুরী।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট