রথযাত্রা বাতিল হলে ৪২ টি লোকসভা কেন্দ্রে সভা করতে চাই বিজেপি


বৃহস্পতিবার,১৩/১২/২০১৮
837

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: গণতন্ত্র বাঁচাও যাত্রার অনুমতি যদি আজ রাজ্যের তরফে না মেলে তবে যে 42 টি লোকসভা কেন্দ্রে 42 টি সভা করার কথা ছিল সেগুলোর অনুমতি দেওয়া হোক, এই আবেদন আজ লালবাজারে বিজেপি প্রতিনিধি দল চাইবেন বলে বিজেপি সূত্রে খবর।

এই সভা করার মর্মে দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বের অনুমতি কাল চাওয়া হয়েছে ।

দিল্লি সেই অনুমতি প্রসঙ্গে গ্রীন সিগনাল ও দিয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট