অস্ত্রসহ তিন দুষ্কৃতী গ্রেপ্তার পশ্চিম মেদিনীপুরে


বৃহস্পতিবার,১৩/১২/২০১৮
406

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার গুড়গুড়িপাল থানার অন্তর্গত নয়াগ্রাম থেকে অস্ত্রসহ তিন দুষ্কৃতী কে স্থানীয়রা তুলে দিলো পুলিশের হাতে। জানা গিয়েছে বাবাই দাস, কালু ও তাপস দলুই নামে তিন ব্যক্তিবাইকে করে আসার সময় শালবনী থানার দহতে অপরএক বাইক আরোহীকে ধাক্কা মারার পরেই এলাকাবাসীর সাথে বচসায় জড়িয়ে পড়ে। এরপরই এলাকার ছেড়ে চম্পট দেয় তিন দুষ্কৃতী। অবশেষে তাদের ধাওয়া করে গুরগুরিপাল থানার নয়াগ্রামে ধরে ফেলে গ্রামবাসীরা। তাদের কাছে পাওয়া যায় দুটি ওয়ান শাটার গানসহ একটি এটিএম কার্ডস্ক্র্যাচ মেশিন। এরপর স্থানীয়রা তিন দুষ্কৃতীকে আটক করে নয়াগ্রাম পুলিশ ক্যাম্পেরহাতে তুলে দেয়। পরে গুরগুরিপাল থানা খবর পেয়ে তাদেরকে থানায় নিয়ে আসে।

জানা গিয়েছে, ধৃতদের বাড়ি মেদিনীপুর শহরের বটতলারচকে। উল্লেখ্য এই দিনই গোয়ালতোড় থানার কাছে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। ধৃতরা পুলিশের কাছে স্বীকার করে নেয় তারাই ঘটিয়েছে ছিনতাইয়ের ঘটনা। পাশাপাশি তাদের কাছে অস্ত্র কোথা থেকে এল এবং তাদের কার্যকলাপ সম্বন্ধে খোঁজপেতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে গুরগুরিপাল থানায়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট