হিন্দি ন্যাশনাল চ্যানেলের ছোটদের ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে মদনপুরের দিয়াসিনি


বৃহস্পতিবার,১৩/১২/২০১৮
1325

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: মদনপুরের কিশোরী দিয়াসিনি রায়, একটি হিন্দি ন্যাশনাল চ্যানেলের ছোটদের ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে লড়াই করছে। নদীয়ার মদনপুরের বাসিন্দা ১৪ বছরের দিয়াসিনি মদনপুর বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর পড়ুয়া। ছেলে বেলা থেকেই গান শেখা শুরু দিদিমার কাছ থেকে। সেই দিয়াসিনি এখন ব্রেইন টিউমারের রোগী। চার বছর গান শেখার পরে ছেদ পরে সেই অনুশীলনে। পরে ২০১৫ সাল থেকে কলকাতার ললিতকলা একাডেমিতে সীমান্ত সরকারের কাছে তালিম নিচ্ছে।

গত সেপ্টেম্বর থেকে & tv তে শুরু হওয়া গানের রিয়ালিটি শো Love Me India Kids এর নিয়মিত প্রতিযোগী। দিয়াসিনির কাছে ভালো কোনো হারমোনিয়াম ছিলো না, ভাঙা হারমোনিয়াম নিয়েই সে এতদূর পৌঁছেছে। সম্প্রতি ওই show এ পারফরমেন্স করে একটি নতুন হারমোনিয়াম পুরস্কার পেয়েছে নদীয়ার নিম্নবিত্ত পরিবারের এই কন্যা। দর্শকদের ভোটে এতদূর পৌঁছেছে মদনপুরের দিয়াসিনি। সামনেই ফাইনাল। শেষ সাতজন প্রতিযোগীর অন্যতম এই খুদে শিল্পী।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট