সোমবার কলাইকুন্ডা ও পানাগরে এক যৌথ মহড়ায় অংশ নিল ভারত ও মার্কিন বাই সেনাবাহিনী। মহড়ার নাম দেওয়া হয়েছে “কোপ ইন্ডিয়া ২০১৯”। যৌথ মহড়ায় অংশ নেয় মার্কিন বায়ুসেনার এফ ১৫ ও সি ১৩০ এইচ যুদ্ধবিমান । অন্যদিকে ভারতের তরফে অংশ নেয় সুখোই ৩০ এমকেআই, মিরাজ ২০০০, জাগুয়ার, আইএল ৭৮। যুদ্ধবিমান ছাড়াও মহড়ায় অংশ নিচ্ছে দুদেশের বেশ কয়েকটি পন্যবাহী বিমানও। চলতি মাসের ১৮ তারিখ অব্ধি চলবে মহরা। সব মিলিয়ে মহড়ায় ভারতের তরফে অংশ নিচ্ছে ৭০ টি ও মার্কিন মুলুকের তরফে অংশ নিচ্ছে ৪০ টি বিমান। এই মহড়ায় দুদেশের মধ্যে সম্পর্ক সুদৃঢ় হবে বলেই মত আন্তর্জাতিক কুটনিতীক মহলের।
বায়ুসেনার যৌথ মহড়ায় ভারত আমেরিকা
বুধবার,১২/১২/২০১৮
561
কার্ত্তিক গুহ---