ক্রেতা সুরক্ষা মেলা 2018 আজ শুভ সূচনা


সোমবার,১০/১২/২০১৮
671

বাংলা এক্সপ্রেস---
মুর্শিদাবাদ : সবলা ও ক্রেতা সুরক্ষা মেলা 2018 আজ শুভ সূচনা হল। উদ্বোধন করলেন ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পান্ডে। বহরমপুর ব্যারক স্কোয়ার ময়দানে আজকের এই অনুষ্ঠান শুরু হল। 10 ও 11 ডিসেম্বর দুপুর 12 টা থেকে রাত্রি আটটা পর্যন্ত চলবে এই মেলা। স্বনির্ভর গোষ্ঠী ও সংযুক্ত বিভাগ এবং উপভোক্তা বিষয়ক বিভাগ, বহরমপুর মহকুমা প্রশাসন এবং বহরমপুর ব্লক প্রশাসনের উদ্যোগে আজ এই মেলা অনুষ্ঠিত হল। মেলার বিশিষ্টতা সম্পর্কে বক্তব্য রাখলেন মন্ত্রী সাধন পান্ডে, জেলাশাসক ড:পি. উল্গানাথন। এই মেলাতে 32 টি স্টল ছিল, যেখানে বিভিন্ন স্বয়ংবর গোষ্ঠীর হস্তনির্মিত জিনিস বিক্রয় করা হচ্ছিল।
পাশাপাশি ভাগীরথী ও খাদির স্টল ও করা হয়। আজ প্রথম দিনে বহু মানুষের সমাগম হয়েছিল। আজ এই অনুষ্ঠানের মঞ্চে প্রায় কুড়ি জনের হাতে চেক তুলে দেওয়া হল। দুই থেকে পাঁচ লাখ এই ভিত্তিতে 2০ জনকে চেক দেওয়া হল যারা আগামী দিনে স্বনির্ভর হতে পারে নিজ নিজ ক্ষেত্রে। চেক তুলে দিলেন মন্ত্রী সাধন পান্ডে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট