পশ্চিম মেদিনীপুর: পুলিশের নাম করে জালচক্র চালাতে গিয়ে গ্রামবাসীর হাতে ধরা পড়ল এক যুবক। একটি বেসরকারি সংস্থা থেকে দেওয়া কম্পিউটার গুলি হাতানোর জন্য পুলিশের স্টিকার লাগিয়ে একটি বিদ্যালয়ে আসে এক যুবক।ঘটনা বেলদা থানার ময়না পাড়া গ্রামে। সোমবার দুপুরে পুলিশের স্টিকার লাগানো বোলারো গাড়ি করে ময়না পাড়া জুনিয়ার হাই স্কুলে আসে এক যুবক।জানায় সিসকা লার্নিং ফাউন্ডেশন নামক এক সংস্থা থেকে ওই যুবক এসেছে। পাশাপাশি সে ওই সংস্থার দেওয়া কম্পিউটার নিয়ে যাবে। কিন্তু ওই যুবকের দেখানো কাগজ ও গাড়িতে পুলিশের স্টিকার লাগানো দেখে সন্দেহ হওয়ায় তাকে ঘিরে ধরে গ্রামবাসী। বেলদা থানায় খবর দেওয়া হলে বেলদা থানার পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে। পাশাপাশি ওই জালচক্রে ব্যবহৃত ওই বোলারো গাড়িটিকে আটক করে বেলদা থানার পুলিশ।
জালচক্রের হদিশ, গ্রেপ্তার ১
সোমবার,১০/১২/২০১৮
662
বাংলা এক্সপ্রেস---