সুপ্রিম কোর্টের বিচারপতির উদ্দেশে কি প্রশ্ন ছুড়ে দিলেন শ্রীসন্থ?


সোমবার,১০/১২/২০১৮
648

বাংলা এক্সপ্রেস---

তরুন এই ক্রিকেটারের জীবনে একদিন হটাত নেমে এসেছিল অন্ধকার। ভারতীয় দলে তাঁর দুরন্ত প্রত্যাবর্তন এখনো ভুলতে পারেনি অনেকে। জোরে বোলিংয়ের তাঁর নাম যে অটুট ছিল তা বলাই বাঞ্ছহনীয়। শুক্রবার সুপ্রিম কোর্টে নিজের নির্বাসনের প্রসঙ্গ তুলে শ্রীসন্থের পক্ষে জানানো হয়, তাঁকে দেওয়া শাস্তি ‘অতিরিক্ত নির্মম’ হয়ে যাচ্ছে।কিছুদিন আগে বেটিং কাণ্ডে জরানোর পর ক্রিকেট দুনিয়া থেকে তাকে নির্বাসনে পাঠানো হয়।

ম্যাচ গরাপেটার জন্য অভিযুক্ত হন শ্রীসান্থ। ফলে তাঁর ফল ভুগতে হয়েছে তাকে। এর পরই উঠে আসে আজহারউদ্দিনের প্রসঙ্গ, যিনিও এক সময় এই একি কাণ্ডে জড়িয়ে ছিলেন তাকে নির্বাসন থেকে মুক্তি দেওয়া হয় । তাহলে তাঁর বেলে নয় কেন? এই প্রশ্ন এদিন ছুরে দেন বিচারপতির উদ্দেশ্যে। তিনি বলেন, ‘‘আজীবন নির্বাসনের রায় অত্যন্ত নির্মম। স্বাভাবিক ভাবে ভেঙ্গে পড়েছেন এই তারকা ক্রিকেটার। ক্রিকেট খেলার যে স্বপ্ন নিয়ে তিনি একদিন মাঠে নেমেছিলেন তা আজ প্রায় শেষের কিনারায়। তাঁর উপর মুলত নির্মম হয়ে রয়েছেন অনেকে। তাহলে কি এই তারকা ক্রিকেটারের স্বপ্ন অধরা হয়ে যাবে নাকি বেড়িয়ে আসবে অন্য এক নতুন পথ তাঁর উত্তর সময়ই দেবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট