ভারতীয় দলে তাঁর অবদান অনস্বীকার্য। তারকা ক্রিকেটারের অবসরের সিদ্ধান্তের পরে সচিন থেকে হরভজন, শাহরুখ থেকে অশ্বিন— কেরিয়ারের পরবর্তী অধ্যায়ের শুভেচ্ছা জানিয়েছেন। শুধু তাই নয় এই তারকা ক্রিকেটার বিদেশের মাটিতে বহু জয় এনেদিয়েছে ভারতকে। রঞ্জিতে দিল্লির জার্সিতে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে শেষবার খেলতে নেমেছিলেন। সেখানেই ভিন্টেজ গৌতির ব্যাটে দেখা গেল ১১২ রানের দুরন্ত ইনিংস।
এই ম্যাচ দেখে বিস্মিত গোটা ক্রিকেট বিশ্ব, কেন তিনি আক্স্মিক অবসরের সিদ্ধান্ত নিলেন। এই প্রশ্ন তোলপাড় করছে ক্রিকেট প্রেমীদের মনে। টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ৭৫ করেছিলেন। ধোনি ব্রিগেডের ২০১১ সালের বিশ্বকাপ জয়ের দিনেও কঠিন পরিস্থিতিতে ৯৭ রানের চোয়াল চাপা ইনিংস এসেছিল তাঁর ব্যাট থেকে।ভারতীয় দলে এই ক্রিকেটারের যে জায়গা অসম্পুর্ন থেকে যাবে তা বলার অপেক্ষা রাখে না। ২২ গজে তাঁর ব্যাট জ্বলে উঠলেই বিরোধী শিবির এর কপালে দুঃখ থাকত। কিন্তু এই তারকা ক্রিকেটারের এই সিদ্ধান্তে সরগরম ক্রিকেট দুনিয়া, অনেকেই এখনো পথ চেয়ে আছেন যদি তিনি তাঁর এই সিদ্ধান্ত দূরে সরিয়ে আবার ২২ গজকে আহ্বান জানান।