অস্ট্রেলিয়ার মাটিতে নয়া নজির গড়ল বিরাট কোহলির ভারত


সোমবার,১০/১২/২০১৮
593

বাংলা এক্সপ্রেস---

ভারতীয় দল প্রথম টেস্টেই বিদেশের মাটিতে জয় ছিনিয়ে আনল। অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়াকে ৩১ রানে হারালেন বিরাটরা। সবমিলিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে ষষ্ঠ টেস্ট জয় পেল ভারতীয় ক্রিকেট দল। বিরাটের নেতৃত্বে বিদেশের মাটিতে কঠিন ম্যাচে জয় ছিনিয়ে আনল ভারতীয় দল। প্রথম ইনিংসে ভারতের ২৫০ রানের জবাবে ২৩৫ তুলেছিল অস্ট্রেলিয়া। শতরান করেন ভারতের চেতেশ্বর পুজারা। দ্বিতীয় ইনিংসে ৩০৭ করে ভারত।

অস্ট্রেলিয়া বোলারদের দাপটে কোণঠাসা হয়ে পরেছিল কিছুটা ভারতীয় দল। তবে পুজারার ইনিংস ভারতকে ভালো জায়গায় পৌঁছে দেয়, দ্বিতীয় ইনিংসে ভারত অস্ট্রেলিয়ার সামনে ৩২৩ রানের লক্ষ্যে রাখে। শেষ পর্যন্ত ভারতীয় বোলারদের দাপটে ৩১ রানে জয় পায় ভারতীয় দল। শেষ দিনে ভারতের দরকার ছিল ৬টি উইকেট। এই ক্ষেত্রে অগ্রনী ভুমিকা নেয় মহম্মদ সামী, অশ্বিন ও জশপ্রীত বুমরাহ। অশ্বিনের স্পিনের জাদুতে বাজিমাত করে টিম কোহলি। বিদেশের মাটিতে প্রথম টেস্টে জয় ছিনিয়ে এনে নয়া নজির গড়ল ভারতীয় দল ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট