যত্রতত্র ছড়িয়ে আছে মদের বোতল গ্লাস। হাসপাতালের সুপার জানান, “এটা দেখার দায়িত্ব পুলিশের। হাসপাতালে কেউ এর সাথে যুক্ত নয়”। রোগীর আত্মীয়দের বক্তব্য, রাত হলেই চলে হাসপাতালে মদের আসর। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন চিহ্ন তুললো রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল এবং পুলিশকে বললেন দিন বা রাতে এই নিয়ে অভিযান চালাতে।
রামপুরে সরকারি হাসপাতালের ভেতরে মদের আসর
সোমবার,১০/১২/২০১৮
548
বাংলা এক্সপ্রেস---