পশ্চিম মেদিনীপুর: রথযাত্রা নিয়ে যখন তৃণমূল এবং বিজিপির দ্বৈরথ তুঙ্গে ঠিক তখনই অন্য রহস্য দেখছেন কংগ্রেস সাংসদ কথা অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ এর পুত্র গৌরভ গগৈ। তার দাবি বাংলায় বিজেপির রথযাত্রা ফ্লপ হতো কিন্তু যাত্রা শুরুর আগেই তৃণমূল পাবলিসিটি দিতে শুরু করেছে বিজেপিকে। শুধু বিজেপির রথযাত্রা নয় আসামে এনআরসি ইসু নিয়েও তৃণমূল পাবলিসিটির রাজনীতি করেছে বলে দাবি সর্বভারতীয় কংগ্রেসের এই দাপুটে নেতার। পাশাপাশি ২০১৯ এর লোকসভা নির্বাচনের আগে মমতা ব্যানার্জির ডাকা মহাজোটে কংগ্রেস সাড়া দেবে কি না সে বিষয় অসমীয় সংসদের দাবি, প্রত্যেক রাজ্যের ক্ষেত্রে কংগ্রেস আলাদা আলাদা কৌশল নেই। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও আলাদা কৌশলেরই কথা ভাবছে কংগ্রেস। তবে কি মমতা ব্যানার্জীর ডাকা মহাজোট থেকে প্রদেশ কংগ্রেস সরে দাঁড়াবে এই প্রশ্নই ঘুরে বেড়াচ্ছে রাজনৈতিক মহলে।
তৃণমূল পাবলিসিটি দিয়ে বিজেপির ভোটব্যাঙ্ক শক্ত করছে, দাবি অসমের কংগ্রেস সাংসদ গৌরভ গগৈর
রবিবার,০৯/১২/২০১৮
508
বাংলা এক্সপ্রেস---