মৃত হরিন উদ্ধার ঝাড়গ্রামে


শনিবার,০৮/১২/২০১৮
739

বাংলা এক্সপ্রেস---

ঝাড়গ্রাম: ঝাড়গ্রামের জাম্বনি ব্লক থেকে উদ্ধার হল একটি হরিণের মৃতদেহ। আজ সকালে জাম্বনির কাপগাড়ির হাতিয়াসুলি গ্রামে হরিণটির মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। গ্রামবাসীদের অনুমান, জঙ্গল থেকে কোনও কারণে হরিণটি বেরিয়ে পড়েছিল। এখন মাঠে ধান বা সবজি চাষ হচ্ছে। সে কারণে কীটনাশক দেওয়া হয়ছে জমিতে। সম্ভবত কীটনাশক দেওয়া জল খেয়েই মৃত্যু হয়েছে হরিণটির।আজ সকালে গ্রামবাসীরা হরিণটির মৃতদেহটি বনকর্মীদের হাতে তুলে দেন। হরিণের মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম পাঠানো হয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট