চোখ ধাঁধানো প্লেন নিয়ে হাজির এমিরেটস, প্রতিবেদনটি পড়লে চমকে উঠবেন


শনিবার,০৮/১২/২০১৮
973

বাংলা এক্সপ্রেস---

এদিন হীরের তৈরি একটি প্লেনের ছবি শেয়ার করেন এমিরেটস। এই ছবি সোশ্যাল মিডিয়ায় আসার পর হই চই ফেলে দেয়। মুহুর্তের মধ্যে লাইকের ঝড় উঠে আসে টাইমলাইন জুড়ে। তবে সত্যিই কি প্লেনটি হীরের তৈরি এই প্রশ্নটি তাড়া করে বেড়াচ্ছিল সকলকে। ছবিটি দেখেই যেন চোখ ধাধিয়ে যাচ্ছে মানুষদের! হাজার হাজার হীরে খচিত বিমানের গায়ে। তার ঝলকানি সত্যিই স্তব্ধ করে দেওয়ার মতো! একি সত্যিই প্লেন নাকি অন্য কিছু? এই প্রশ্নই কেবল ঘুরপাক খাচ্ছিল মানুষের মনে।

এদিন জানা যায় সারা শাকিল নামে একজন শিল্পীর চিন্তা ভাবনার ফসল এটি। তাঁর মস্তিস্ক প্রসুত এই আর্ট মুহুর্তের মধ্যে বিস্মিত করে সকলকে। এমন নকশা এর আগে হয়ত কখনো দেয়নি এই দুনিয়া। শিল্পীর এই কারুকার্য মুগ্ধ করেছে সকল নেটিজেনদের। শাকিল একজন আর্ট শিল্পী তাঁর ফলোয়ার রয়েছে বহুগুন। কিন্তু এই তাঁর শিল্পের কারুকার্য অনেক এর চোখের নজর কেড়েছে তা বলাই যায়।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট