নদীতে মৎস সঞ্চার প্রকল্পের অধীনে অাজ শ্রীরামপুর ফেরি ঘাটে ৪০ হাজার চারা মাছ ছাড়া হয়। মুলত রুই, কাতলা, মৃগেল মাছ গঙ্গায় ছাড়া হয়। হুগলীর এ্যাসিস্ট্যান্ট ডায়রেক্টর অব ফিসারিস চিন্ময় চক্রবর্তী জানান নদীতে অত্যাধিক মাত্রায় দুষনের ফলে দিনের পর দিন নদীতে এই সব মাছ কমে যাচ্ছে, ফলে নদীর উপর নির্ভর মৎসজিবীরা অাজ সমস্যায়। তাদের উদ্যেশে এই প্রকল্প। এই মাছ বড় হলে ওরাই উপকৃত হবে। অাজ ছিল প্রথম পর্যায়। এরপর অাগামী পর্যায়ে অারও দুই ধাপে হুগলী জেলাতে মোট ৩ লক্ষ ৪০ হাজার মাছ ছাড়া হবে।
হুগলী জেলা পরিষদের উদ্যোগে গঙ্গায় মাছ ছাড়া হল
শনিবার,০৮/১২/২০১৮
609
বাংলা এক্সপ্রেস---