হাওড়া: শুক্রবার সকাল ১০:৪৫ নাগাদ টিকিয়াপাড়া স্টেশনে গুয়াহাটি মেল থেকে আচমকাই এক মহিলা পড়ে যান বয়স ৬৫ বছর। সূত্রের খবর, তিনি কেরলের কিংবা তামিলনাড়ুর বাসিন্দা। ভুলবশত তিনি গুয়াহাটি মেলে উঠে পড়েছিলেন। ট্রেন যখন টিকিয়াপাড়া স্টেশনে পৌঁছোয়, তখন তিনি শারীরিক ভাবে অসুস্থ বোধ করায় ট্রেনের দরজার সামনে এসে দাঁড়ান। আর ঠিক তখনই নিজেকে সামলাতে না পেরে আচমকাই চলন্ত ট্রেন থেকে পড়ে যান। এই ঘটনার পর প্রতক্ষ্যদর্শীরা তাকে উদ্ধার করে স্টেশনে নিয়ে এসে বসান। ট্রেন থেকে পড়ে গিয়ে তিনি মাথায় এবং সারা শরীরে গুরুতর চোট পান। প্রতক্ষ্যদর্শীরা এবং আরপিএফ-এর তরফে তাকে তার পরিচয় জিজ্ঞেস করা হলে তিনি কিছু বলতে পারেন না।
আরপিএফ-রেলের একজন মহিলা কর্মচারী কে ডেকে নিয়ে আসেন যে ওই ভাষায় কথা চললাল বলতে সাবলীল এবং ঐ মহিলা কর্মচারী তাকে তামিল ভাষায় তার নাম-ঠিকানা জানতে চাইলে তিনি বলেন তার নাম লক্ষী, কিন্তু তিনি জানান, মাথায় গুরুতর আঘাত পাওয়ার জন্য কিছু মনে করতে পারছেন না। তার কাছে একটি টাকার নীল রঙের ছোট্ট ব্যাগ যাতে কিছু টাকা, ও সুগারের ওষুধ পাওয়া যায়। ইতিমধ্যেই ওই আহত মহিলা কে সাতরাগাছি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তার প্রাথমিক চিকিৎসাও শুরু হয়েছে। জিআরপিএফ ও আরপিএফ-এর তরফ থেকে তাকে সম্পূর্ণ সাহায্য করা হচ্ছে। তারা জানান, তিনি সুস্থ হওয়ার পর তাকে আবারও জিজ্ঞাসাবাদ করা হবে ও তার ছবি বিভিন্ন রেল স্টেশনে লাগানো হবে।