ফের বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের জলঙ্গীতে


বৃহস্পতিবার,০৬/১২/২০১৮
488

বাংলা এক্সপ্রেস---
জলঙ্গীঃ বুধবার সন্ধ্যায় জলঙ্গী থানার চোয়াপাড়া লিচুতলা এলাকার মাঠে একটি ব্যাগে সন্দেহ জনক কিছু বস্তু দেখতে পান স্থানীয় বাসিন্দারা। ব্যাগে বোমা রাখা আছে ভেবে খবর দেওয়া হয় পুলিশকে। বুধবার রাতেই ঘটনাস্থলে আসে জলঙ্গী থানার পুলিশ। বৃহস্পতিবার ভোরের আলো ফুটতে না ফুটতেই দেখা যায় ব্যাগে একাধিক বোমা রয়েছে। জলঙ্গী থানার পুলিস বোম্বস্কোয়াডকে খবর দিলে বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য বোমস্কোয়ার্ড সেখানে আসে। এলাকা জুড়ে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। জলঙ্গীতে মাঝে মধ্যেই বোমা উদ্ধারের ঘটনায় স্থানীয়রা আতঙ্কিত বলে জানা গিয়েছে। তবে কিভাবে ঐ স্থানে বোমাগুলি আসল তার তদন্ত শুরু করেছে জলঙ্গী থানার পুলিস।
উল্লেখ্য বুধবার রাত্রের উদ্ধার হওয়া বোমা নিস্ক্রিয় না হতেই বৃহস্পতিবার দুপুরে ফের বোমা উদ্ধার হল মুর্শিদাবাদের জলঙ্গী থানার ঘোষ পাড়ার রাস্তার ধারে। এক ড্রাম বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায়। সন্দেহ জনক কিছু বস্তু দেখতে পান স্থানীয় বাসিন্দারা। স্থানীয়রা আতঙ্কিত এই বোমা উদ্ধার ঘিরে। পরপর দুইদিনে ৯টি বোমা উদ্ধার হল। এই  ব্যাপারে পুলিস তদন্ত শুরু করেছে। সি আই ডি বোম্বস্কোয়ার এসে বোমাগুলি নিস্ক্রিয় করেছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট