বইমেলা মানে অন্য রকমের আনন্দে তিলোত্তমা কলকাতার মেতে ওঠার পালা


বৃহস্পতিবার,০৬/১২/২০১৮
525

বাংলা এক্সপ্রেস---

বইপ্রিয় বাঙ্গালীর অন্যতম সেরা উৎসব কলকাতা বইমেলা। শহরের আনাচে কানাচে ছড়িয়ে থাকা বই প্রেমীদের মেলবন্ধন ঘটে এই মেলায়। আর কিছুদিনের অপেক্ষা শুরু হতে চলেছে কলকাতা বইমেলা। শীতের শুরুতে নতুন মেজাজে আসতে চলেছে নানান বইয়ের সম্ভার নিয়ে কলকাতা বইমেলা। মানে কিন্তু একটা নস্টালজিয়া। বাঙ্গালীর বারো মাসে তেরো পার্বণের মধ্যে বোধহয় এই নতুন উৎসবের সংযোজন সবচেয়ে আকর্ষণীয়। নান্দনিকতা, মজা, হুল্লোর, খাওয়া-দাওয়া, সবচেয়ে বড় কথা আড্ডা, সব মিলে কলকাতা বইমেলা মানে অন্য রকমের আনন্দে তিলোত্তমা কলকাতার মেতে ওঠার পালা।

বহু লেখকের বই প্রকাশের সেরা ঠিকানা এই কলকাতা বইমেলা। দেশ থেকে বিদেশ সকল লেখকের আগমন ঘটে এই বইমেলায়। বই প্রিয় বাঙ্গালি অপেক্ষা করে থাকে সাড়া বছর জুড়ে এই তিলোত্তমার বুকে অনুষ্ঠিত কলকাতা বইমেলার জন্য। ইবুকের জামানা চলে এলেও নতুন বইয়ের গন্ধে মেতে উঠতে ভালোবাসে বাঙালি। নতুন বইয়ের নেশায় আনন্দ খুঁজে নিতে সব বয়সের মানুষ ভিড় জমান এই মেলায়।

উপন্যাস/গল্প/নাটক • ছড়া-কবিতা • সায়েন্স ফিকশন • রহস্য, গোয়েন্দা, থ্রিলার ও অ্যাডভেঞ্চার • ব্যবসা, বিনিয়োগ ও অর্থনীতি • বিবিধ • পরিবেশ ও প্রকৃতি/ প্রাণী ও জীবজগৎ/ কৃষি • প্রবন্ধ • ধর্মীয় বই • রান্না ও স্বাস্থ্য বিষয়ক বই • রম্য ব্যঙ্গ/ ছবির গল্প • শিশু-কিশোর • কম্পিউটার, ইন্টারনেট, ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং • সব ধরনের বইয়ের সন্ধান পায় বই প্রেমীরা। তাই এবার শীতে নতুন থিম নিয়ে হাজির হবে কলকাতা বইমেলা। বর্তমানে শহরকে সাজিয়ে তোলার নানা প্রচেষ্টা চলছে। এবার শীতের শুরুতে পাঠকদের জন্য সেজে উঠবে কলকাতা বইমেলা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট