শোভন-রত্নার বিবাহ বিচ্ছেদ মামলা, পরবর্তী শুনানি ১১ ডিসেম্বর


মঙ্গলবার,০৪/১২/২০১৮
786

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: মঙ্গলবার বিবাহ বিচ্ছেদের মামলায় আলিপুর কোর্টে শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দোপাধ্যায় একসাথে এলেন, তার পরেই ঢুকলেন রত্না চট্টোপাধ্যায় তার মেয়েকে নিয়ে। বেরোনোর সময় শোভন চট্টোপাধ্যায় বলেন, মেয়েকে প্রভাবিত করতেই রত্না তাকে সঙ্গে করে কোর্টে নিয়ে এসেছে, যেমন আগেও আমার গোলপার্কের বাড়ির সামনে মেয়েকে সঙ্গে নিয়ে সারা রাত বসে ছিল।

আমি চাই ছেলে মেয়ে ভালো ভাবে মানুষ হোক, তবে রত্নার সঙ্গে কোনো আমার কোনো সম্পর্ক নেই। রত্না চট্টোপাধ্যায় বলেন আমি মা হয়ে যদি মেয়েকে প্রভাবিত করে নিয়ে এসে থাকি তাহলে ঠিকই করেছি, সন্তানরা বাবাকে দেখতে চাইছে, এক বছর ধরে বাবার ফ্ল্যাটে সন্তানদের ঢুকতে দেয়নি। আমি প্রভাবিত করিনি, প্রভাবিত ভগবান করেছে। শোভন – রত্নার বিবাহবিচ্ছেদের মামলার পরবর্তী তারিখ ১১ডিসেম্বর।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট