দুই গোষ্ঠীর মধ্যে ব্যপক বোমাবাজির মাঝে পড়ে মৃত্যু হল এক যুবকের


সোমবার,০৩/১২/২০১৮
472

বাংলা এক্সপ্রেস---

জলঙ্গীঃ তৃনমূলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যপক বোমাবাজির মাঝে পড়ে মৃত্যু হল এক যুবকের। মৃত যুবকের নাম হামিদুল মন্ডল(২৮)। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ৯টা নাগাদ মুর্শিদাবাদের জলঙ্গী থানার ঘোষপাড়া এলাকায়। জলঙ্গী তৃনমূল উত্তর ব্লক সভাপতি তহিদুল মন্ডল জানিয়েছেন যে আগামী ১৯শে জানুয়ারী ব্রিগেড চলো উপলক্ষে সোমবার জলঙ্গীতে তৃনমূলের মিটিং ছিল। সেই মিটিং এ তৃনমূলের লোকেদের যোগ দিয়ে না দেওয়ার জন্য একদল তৃনমূল আশ্রিত দুস্কৃতি সকাল থেকে আচমকা বোমাবাজি শুরু করে এলাকায়। সেই সময় স্থানীয় যুবক হামিদুল ইসলাম সেখান দিয়ে যেতে গেলে দুস্কৃতিদের ছোড়া বোমা তার বাম পায়ে লাগে জখম হয় হামিদুল।

প্রায় ২৫-৩০টি বোমা ছোড়া হয় সেখানে বলে জানা গিয়েছে। বোমার আঘাতে জখম হামিদুলকে প্রথমে জলঙ্গী সাদিখানদেয়ার গ্রামীন হাসপাতালে ও পরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কিছুক্ষনের মধ্যেই চিকিৎসক হামিদুলকে মৃত ঘোষনা করেন। জানা গিয়েছে মৃত হামিদুল সক্রিয় তৃনমূল কর্মী। যদিও বোমাবাজির ঘটনায় কয়েকজন তৃনমূল কর্মীর নাম পাওয়া গেছে। ঘটনাস্থলে যায় জলঙ্গী থানার বিশাল পুলিস বাহিনী। মৃতদেহটি ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট