রিষড়ার হেস্টিং জুটমিলে সাসপেনশান অফ ওয়ার্ক এর নোটিশ। প্রতিবাদে রাস্তা অবরোধ বিজেপির। আর্থিক মন্দা আর কাঁচা মালের অভাব এর কারন দেখিয়ে জুটমিলে সাসপেনশান এর নোটিশ দেয় কর্তৃপক্ষ। আজ সকালে কাজে যোগ দিতে এসে শ্রমিকরা মিলে ঢুকতে পারেনি। নোটিশ দেখে ক্ষোভে ফেটে পরে। অন্যায় ভাবে মিলে সাসপেনশান করা হয়েছে বলে দাবী করে মিলের সামনে সন্ধা বাজারে জিটি রোড অবরোধে সামিল হয় বিজেপি’র শ্রমিক সংগঠন।কাঁচা মালের যোগান না থাকায় বেশ কিছুদিন ধরে অনিয়মিত কাজ চলছিল মিলে। সপ্তাহে চারদিন চলছিল মিল। হাঠাৎ সাসপেশানে সমস্যায় চার হাজার শ্রমিক।
রিষড়ার হেস্টিং জুটমিলে সাসপেনশান অফ ওয়ার্ক এর নোটিশ
সোমবার,০৩/১২/২০১৮
653
বাংলা এক্সপ্রেস---