নারী দিবসের এক্সিবিশনে মমতা ব্যানার্জীর পেইন্টিং রাখতে চায় আর্ট লাইন 18


সোমবার,০৩/১২/২০১৮
623

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: শেষ হল, আর্ট লাইল 18 এর দ্বিতীয় আন্তর্জাতিক চিত্রকলা এক্সিবিশন। শহর কলকাতা বহুদিন পর দেখলো একটি দৃষ্টি নন্দন এক্সিবিশন। একেক শিল্পীকে ছাপিয়ে গেছে আরেক শিল্পীর পেইন্টিং। এই প্রদর্শনী থেকে পাঁচটি ছবি পৌঁছে গেছে শিল্পপ্রেমী
মানুষের ঘরে। আরো ৫৬ টি ছবি নিয়ে কথাবার্তা চলছে। উদ্যোক্তাদের দাবি, কলকাতাতে আয়োজিত সাম্প্রতিক কোন চিত্র প্রদর্শনী এমন সফল ভাবে হয়নি। আর্ট লাইন 18 এর করে দেখানোর উদ্যম ইচ্ছা শক্তি থেকেই এটা সম্ভব হয়েছে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি ডিরেক্টর আশরাফুল আলম পাপলু , আন্তর্জাতিক শিল্পী নিহার মজুমদার, সোমনাথ মুখোপাধ্যায়,সঞ্জীব সেন, নন্দিনী ভট্টাচার্য, শ্যামলী কর্মকার,এস এম মিজানুর রহমান, দেবিকা বসু, আশীষ আচার্য্য, এশা আহমেদ, সুরাইয়া আক্তার চিশতী রিমা,শাহেদ মোহাম্মদ, মনিরউদ্দিন অনিক, সাবিয়া নাসরিন, সান্ত্বনা সমাজপতি, সঞ্চিতা সাহা,রাইসা মানিজা আক্তার, শিশির বিন্দু, শিপ্রা বিশ্বাস,অর্ণব রায়, তারকনাথ মন্ডল, দেবাশীষ দাস, মিঠু মুখার্জী, তানজিলা সুমাইয়া সিদ্দিকী, অজয় সান্যাল, পুর্ণিয়া মৃত্তিকা, তন্ময় হাজরা, রঞ্জিত বাগ, এমডি তাইজ আলম, রবীন্দ্রনাথ রক্ষিত, প্রেরনা জৈন, স্বপন মজুমদার কিশোর, সাগর দে, ইন্দ্রনাথ ঘোষ, সৃস্থা গাঙ্গুলী,সুদীপ্ত দাস, সার্ন আক্তার মিলন মাহফুজ, জাহাঙ্গীর আলমেরে পাশাপাশি সীমা রায়, অরুণাভ রায়, আঁচল জৈন, দেবজ্যোতি চ্যাটার্জী, সোমশুভ্র রায়, অনিন্দিতা চক্রবতী, সঞ্জয় মল্লিক, সহিনী মুখার্জী, চারু সোমদাস, প্রসেনজিৎ মন্ডলের মত নবীন শিল্পীরাও এক্সিবিশনে অংশ গ্রহণ করেছিলেন।

আর্ট লাইন 18 এর সভাপতি শ্যামলী কর্মকার জানান, আগামী জানুয়ারি ২০১৯ এ আর্ট লাইন 18 আরেকটি এক্সিবিশন করবে। ফেব্রুয়ারি তে বাংলাদেশের ঢাকার শিল্পকলা একাডেমি তে একটি যৌথ এক্সিবিশন হবে। তিনি আরও বলেন, আগামী মার্চে নারী দিবস উপলক্ষে সাত দেশের নারী শিল্পীদের নিয়ে কলকাতাতে এক্সিবিশন করবে আর্ট লাইন 18। নারী দিবসের এক্সিবিশনে পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী রাখার চেষ্টা করছে আর্ট লাইন 18।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট