চেতলা আলিপুর ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ফুটবল লিগের উদ্বোধন


রবিবার,০২/১২/২০১৮
693

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: চেতলা আলিপুর ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ফুটবল লিগের আনুষ্ঠানিক উদ্বোধন হল রবিবার। রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিম এই লিগের উদ্বোধন করেন। ফিরহাদ হাকিম বলেন, “সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল”, কিন্তু সেই বাঙালি ঘরের ছেলেরা আজ মাঠে যাচ্ছে না, ফেসবুক, হোয়াটস অ্যাপ নিয়ে সময় কাটাচ্ছে। কোন ভাল ফুটবলার উঠে আসছে না। মধ্যবিত্ত ঘরের ছেলেরা ফুটবল খেলতে আসছে না। নাইজেরিয়ার মত বিভিন্ন দেশ থেকে ফুটবলার নিয়ে এসে খেলাতে হচ্ছে। ফুটবলকে উৎসাহ দিতেই এই লিগ।

এবছর দশে পা দিল এই ফুটবল লিগ। মোট ২০ টা দলের উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠে ফুটবলের আসর। চেতলা আলিপুর এলাকার ফুটবলপ্রেমীদের কাছে এই লিগের গুরুত্ব অপরিসীম। এদিন লিগের আনুষ্ঠানিক সূচনাপর্বে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। অংশগ্রহন করছিলেন এলাকার বিশিষ্টজনেরা। ছিলেন ফুটবলপ্রেমীরা। “সবার সেরা বাঙালির তুমি ফুটবল” সেই ঐতিহ্য করে বাঁচিয়ে রাখতে এবং ফুটবলের মাঠে যুব সমাজকে আরও বেশি করে টেনে আনতে এই শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল বলে জানান চেতলা আলিপুর ফুটবল অ্যাসোসিয়েশনের কর্তারা। রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ছাড়াও লিগের সূচনা পর্বে উপস্থিত ছিলেন প্রখ্যাত ফুটবল খেলোয়াড় শিলটন পাল।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট