পশ্চিম মেদিনীপুর: মুখ্যমন্ত্রীর সফরের ঠিক আগের দিনই চোলাই মদের বিরুদ্ধে বড়োসড়ো অভিযানে নামল পশ্চিম মেদিনীপুর জেলা আবগারি দপ্তর। আজ সকাল থেকে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমা শিলাবতী নদীর চর সংলগ্ন হুগলি জেলার সীমানা এলাকাতে একের পর এক জায়গাতে চোলাই মদের ঠেকে হানা দেয় যে আবগারী দপ্তর পশ্চিম মেদিনীপুর জেলার সুপারিনটেনডেন্ট একলব্য চক্রবর্তীর নেতৃত্বে দপ্তরের একটি দল এদিন অভিযান চালায়।
অভিযানে ঘাটালের হরিশপুরের চোলাইয়ের ঠেক খুঁজে পেলেও ঠেকে চোলাই মদ উদ্ধার করতে পারেনি আবগারি দপ্তর। কিন্তু পরিষ্কার যে সেখানে চোলাই মদ তৈরি হতো । এরপর নদী পেরিয়ে আবগারি দফতরের আধিকারিকরা হুগলি জেলার সীমানা এলাকায় সেইখানে নদীর চরে ঝোপের মাঝে থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ চোলাই মদ। অভিযান এখনও চলছে।