ঝাড়গাম জেলার সাঁকরাইল ব্লকের কয়েকটি গ্রামে তাণ্ডব চালালো দলমার হাতির দল


শনিবার,০১/১২/২০১৮
578

বাংলা এক্সপ্রেস---

ঝাড়গ্রাম: এই ঘটনায় বনদপ্তর এর ওপর ক্ষুব্ধ’ এলাকার চাষিরা। ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের বেশ কিছু গ্রামের ধান ক্ষেতে শনিবার সকালে তান্ডব চালায় 25 টি হাতির একটি দল। মাঠে কেটে রাখা পাকা ধান খেয়ে এবং পায়ে মাড়িয়ে হাতির দল নষ্ট করে দিয়েছে কয়েকশো বিঘা জমির ফসল। এলাকায় ঢুকেও তাণ্ডব চালাচ্ছে হাতির দল। প্রায় দিন হাতির দল আসছে ক্ষতি করছে এলাকায়। তার জেরে মানুষ আরও ক্ষোভ প্রকাশ করছে। এদিন ক্ষোভে ফেটে পড়েন সাঁকরাইল ব্লকের চুনপড়া ধানঘোরি সহ কয়েকটি গ্রামের বাসিন্দারা। হাতির দলের এই ফসল ক্ষতির জন্য সরকারী খতিপুরন এর দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত চাষিরা। হাতিগুলোকে এলাকা থেকে সরিয়ে দেওয়ারও দাবি জানানো হয়েছে। কয়েকদিন আগেই ঝাড়গ্রাম এর প্রশাসনিক সভায় হাতি নিয়ে খুব জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট