কান্দীঃ কান্দীতে পথ দুর্ঘটনায় মৃত এক আহত আরও দশ জন। মৃতের যুবকের নাম দেবব্রত ঘোষ(২৭)। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় মুর্শিদাবাদ জেলার কান্দী থানার মুনিগ্রাম এলাকায়। এদিন সন্ধ্যায় একটি ছোট গাড়ি উল্টে মৃত্যু হল একজনের জখম হয়েছে আরও দশ জন। মৃত যুবকের বাড়ি ভরতপুর থানার গুন্দুরিয়া গ্রামে। সূত্রের খবর শুক্রবার সন্ধ্যায় কান্দীর ভরতপুর এলাকা থেকে রাজ মিস্ত্রিরা কাজ করে বাড়ি ফিরছিল সেই সময় কান্দী ডাকবাংলো রাজ্য সড়কের উপর নিয়ন্ত্রণ হারিয়ে মিনিট্রাকটি উল্টে যায়। ঘটনাস্থলে যাত্রীরা পড়ে যায়। ঘটনার জেরে জখম হয় অনেকেই। আহতদের উদ্ধার করে কান্দী মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক দেবব্রত ঘোষকে মৃত বলে ঘোষণা করেন। বাকিদের চিকিৎসা জন্য কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদেহটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
পথ দুর্ঘটনায় মৃত এক আহত আরও দশ
শনিবার,০১/১২/২০১৮
448
বাংলা এক্সপ্রেস---