হরিহরপাড়াঃ গোটা মুর্শিদাবাদ জেলাজুড়ে শুরু হয়েছে চোলাই মদ অভিযান। উল্লেখ্য নদীয়ার শান্তিপুরে বিষ মদ কান্ডে ১৩জনের মৃত্যুর পর আরওতৎপর জেলা পুলিস প্রশাসন। শুক্রবার সকালে হরিহরপাড়া থানার পুলিস গজনিপুর, নিশ্চিন্তপুর সহ বিভিন্ন এলাকায় চোলাই অভিযান চালায়। লোচাই অভিযানে গিয়ে চোলাই মদ নষ্ট এবং চোলাই তৈরির সামগ্রী সহ চোলাই ভাটি ভাংচুর করে নষ্ট করে দিয়েছে। যাতে পুনরায় চোলাই কারবার করতে না পারে। চোলাই অভিযানে পুলিসের ভূমিকা থেকে স্থানীয়রাও খুশি বলে তারা জানিয়েছে। চোলাই তৈরীর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে মোট তিনজন চোলাই কারবারিকে। শুক্রবার ধৃতদের জেলা বহরমপুর আদালতে তোলা হবে।
মুর্শিদাবাদ জেলাজুড়ে শুরু হয়েছে চোলাই মদ অভিযান
শুক্রবার,৩০/১১/২০১৮
769
বাংলা এক্সপ্রেস---