সাত সকালে এক শিশুর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে জাঙ্গিপাড়ায়


শুক্রবার,৩০/১১/২০১৮
501

আক্তারুল খাঁন---

হুগলি: সাত সকালে এক শিশুর মৃতদেহ উদ্ধার হওয়াই চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে।ঘটনাটি ঘটেছে হুগলি জেলার জাঙ্গিপাড়া থানার অযোধ্যা গ্রামে। মৃত শিশুর নাম আফতাব দেড় বছর বয়স। স্থানীয় বাসিন্দা সামির আলী জানান,গত এক বছর আগে বাচ্চাটির মা মারা যায়। মা মারা যাওয়ার পর থেকে মামারবাড়িতে বড় হয়ে উঠছিল আফতাব। গতকাল দুপুর থেকে বাচ্চাটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমরা পাড়ার সবাই মিলে এলাকার সমস্ত পুকুর জাল দিয়ে খুঁজে দেখেছিলাম যদি পুকুরের মধ্যে পড়ে থাকে।

রাত অবদি খুঁজে না পেয়ে শেষমেষ জাঙ্গিপাড়া থানায় নিখোঁজ অভিযোগ জানাই।পাড়ার সবাই মিলে সারা রাত গোটা এলাকা খুঁজতে থাকি। কোথাও খুঁজে পাইনি সকাল বেলা একটি পুকুরের পাড়ে গিয়ে দেখি মৃতদেহ পড়ে আছে। মৃত শিশুর মেসোমশাই নজরুল আলী জানান, কেউ আমার বাচ্চাটিকে মেরে পুকুর পাড়ে ফেলে দিয়ে গেছে। আমরা এর দতন্ত চাই। ঘটনাস্থলে জাঙ্গিপাড়ার থানার পুলিশ গিয়ে মৃতদেহটিকে উদ্ধার করে নিয়ে আসে। এলাকার বাসিন্দারা জাঙ্গিপাড়া থানার বিরুদ্ধে অভিযোগ তুলছেন। পুলিশ কোন হেলদোল দেখাচ্ছে না। আমরা এর তদন্ত চাই।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট