কাঠগড়ায় সাউথ সিটি মল


বৃহস্পতিবার,২৯/১১/২০১৮
792

বাংলা এক্সপ্রেস---

সাউথ সিটি মলের ঘটনায় উঠছে প্রশ্ন সাউথ সিটির গতকালের স্তন্যপানের ঘটনা নিয়ে উঠছে প্রশ্ন সব মহলে। স্তন্যপানের আড়ালে কেন এই প্রশ্ন ঘোরাফেরা করছে সব মহলে। বিতর্কে দক্ষিন কলকাতার সাউথ সিটি মল। একজন মহিলা তাঁর সদ্যজাত শিশুকে স্তন্যপান করতে গেলে, এই মলের একজন সিকিউরিটি তাকে বাথরুমে গিয়ে সদ্যজাতকে স্তন্যপান করানোর পরামর্শ দেওয়া হয়। এই ঘটনার পর বিতর্কের মুখে পরে সাউথ সিটি মল।

এই ফতোয়া আজকের দিনে দাঁড়িয়ে কতটা অমানবিক তা প্রমান করল। ইতিমধ্যে ভদ্রমহিলা সোশ্যাল মিডিয়া এই নিয়ে একটি পোস্ট করেন, মুহুর্তের মধ্যেই এই পোস্টটি ভাইরাল হয়ে ওঠে। এই মহিলাকে বাথরুমে গিয়ে ব্রেস্ট ফিডিং করানোর পরামর্শ দেওয়া হয়, কিন্তু একজন মা তাঁর সদ্যোজাতকে কোথায় এবং কখন স্তন্যপান করাবেন তা ঠিক করে দেবে কি? এই নিয়ে উঠছে প্রশ্ন। ব্রেস্টফিডিং এর এই ফতোয়া কাঠগড়ায় তুললো সাউথ সিটি মলকে। এই ঘটনা ঘটার পর এই নিয়ে ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়।। সুত্রের খবর অনেকে মন্তব্য করেন এটি বাড়ির কাজ, এই রিপ্লাই আসে তাঁর টাইমলাইন জুড়ে। সাউথ সিটি মলের এই ঘটনা নিয়ে উঠছে প্রশ্ন। আরো একবার কাঠগড়ায় তুললো সাউথ সিটি মলকে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট