এনায়েতপুর ফুটবল ময়দানে অনুষ্ঠিত হল জঙ্গলমহল উৎসব ২০১৮


বৃহস্পতিবার,২৯/১১/২০১৮
538

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: জঙ্গলমহলের লোক সংস্কৃতির অধিকতর বিকাশ এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচী পর্যালোচনার প্রেক্ষিতে পশ্চিমবঙ্গ সরকারের পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়ক দপ্তরের উদ্যোগে এবং মেদিনীপুর সদর পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় জঙ্গলমহল উৎসব ২০১৮ আজ মেদিনীপুর সদর ব্লকের এনায়েতপুর ফুটবল ময়দানে অনুষ্ঠিত হয়।

এই উৎসবে মূলত জঙ্গলমহলের লোক সংস্কৃতি যেমন : টুসু, ভাদু, ঝুমুর, ছৌ, পাতা নাচ, সারপা সহ লোকসঙ্গীতের উপর প্রতিযোগীতার আয়োজন করা হয়। এছাড়াও থাকছে কন্যাশ্রী, যুবশ্রী, নির্মল বাংলা, সবুজ সাথী সহ রাজ্য সরকারের বিভিন্ন পরিকল্পনার বিস্তারিত তথ্য প্রদান ও প্রদর্শনী। আরো থাকছে হস্তশিল্প, স্ব-সহায়ক দলের সদস্যাদের দ্বারা তৈরী সামগ্রীর প্রদর্শনী ও বিক্রয় স্টল। এই উৎসবের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর সদর ব্লকের বডো ফারহানাজ খানম, মেদিনীপুর সদর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবন্তী মন্ডল, স্থানীয় পঞ্চায়েত সদস্য বুদ্ধদেব বেরা সহ আন্যান্য ব্যক্তিবর্গ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট