পশ্চিম মেদিনীপুর জেলা ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোচনা সভা


বৃহস্পতিবার,২৯/১১/২০১৮
422

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলা ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে একটি আলোচনা সভার আয়োজন করা হয় যাহালদার সংহতি ভবনে। মূলত ওভারলোডিং কমানো প্রশাসনিক গাফিলতি ও সেভ লাইফ সেভ ড্রাইভ এর মতন কর্মসূচিকে বাস্তবায়ন রূপ দেওয়ার জন্য আজকের এই আয়োজন জানিয়েছেন উদ্যোক্তারা। মূলত পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার ট্রাক মালিক সংগঠন এর ট্রাক মালিকেরা অংশগ্রহণ করেন। তাদের দাবি কিছু জন ব্যক্তির জন্য আমাদের সকলকে পুলিশি হয়রানির মুখে পড়তে হচ্ছে। নানাভাবে ডি এম থেকে শুরু করে বিভিন্ন উচ্চপদস্থ দপ্তরে আমরা এ বিষয়ে জানালেও তাতে কোনো সুরাহা হয়নি।

বরং পুলিশ কিছু পয়সার বিনিময়ে এই ওভারলোডিং গাড়িগুলি কে ছেড়ে দেয়। যার ফলে বিভিন্ন সময়ে ঘটনা ঘটছে ।যার ফলে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প সেভ ড্রাইভ সেভ লাইফ এর মতন কর্মসূচী ও বিফল হচ্ছে। আমরা চাইছি এটা বাস্তবায়িত রুপ পাক ওভারলোডিং বন্ধ হোক এবং পুলিশি হয়রানি থেকে সবাই নিষ্কৃতি পাক। আমরা যাতে ভবিষ্যতে এই কাজ না করি ,সেই সঙ্গে যাতে কেউ ওভারলোডিং না নিয়ে যেতে পারে সেই জন্য বহুবার রাস্তায় নেমেছি নিজেরাই। তাদের অভিযোগ প্রশাসন এখানে কোন ভাবে সহায়তা করছেন না। আমরা এর জন্য মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবো এবং আগামী ডিসেম্বর মাসে কলিকাতার গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ এর ও কর্মসূচি করার পরিকল্পনা রয়েছে। এতেও যদি না কাজ হয় আমরা পরবর্তী ক্ষেত্রে আরও বৃহত্তর আন্দোলনে যাব।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট