ফের আগুন শহরে, এবার বর্ণপরিচয়


বৃহস্পতিবার,২৯/১১/২০১৮
755

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: আবারও আগুন। শহরে আগুন আতঙ্ক। এবার কলেজস্ট্রীট বর্নপরিচয় মার্কটে আগুন। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটা নাগাদ কলেজ স্ট্রীট বর্ণপরিচয় এর কাছে ভ্যাটে আগুন লাগে। তবে আগুনের তীব্রতাও খুবই বেশী ছিলও। আগুনের ফুলকিও দেখা যায়। স্থানীয় দোকানদার ঘটনাস্থলে ছুটে আসে। তারাই প্রথমিকভবে জল দিয়ে আগুন নেভায়। ঘটনাস্থলে আসে ১ টি ইঞ্জিন।

দমকলের প্রথমিক অনুমান, কেউ বিড়ি বা দিগাটের টুকর ফেলে। সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে। তবে এই আগুন বর্নপচিয় পর্যন্ত ছড়িয়ে পরতে পারত। কারণ আগুনের ফুলকির তীব্রতা খুবই জোর ছিলও। তবে স্থানীয় দোকানদারা জল দিয়ে আগুন নেভায়।

বর্নপরিচয় মার্কটের এক ব্যবসায়ী রূপম চৌধুরী বলেন, আজ বড় ধরণের দূর্ঘটনা ঘটে যেতে পারত। তবে আমাদের মার্কটের সমস্ত ব্যবসায়ীরা জল দিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট