কলকাতা: শহর কলকাতা খুব একটা পরিচিত নাম নয় নিহার মজুমদার। কিন্তু তাকে চেনে বিশ্বের ভিন্ন ভিন্ন প্রান্তের ছবির বাজারে মানুষেরা। ছবি আঁকিয়ে হিসাবে বেশ নাম ডাক তার। এক দশকের বেশি হয়ে গেল শহর কলকাতার চিত্র প্রেমী মানুষেরা নিহারের পেইন্টিং দেখার সুযোগ পায়নি।
ষ্টার থিয়েটারের প্রথম তলে নটী বিনোদিনী আর্ট গ্যালারি চলছে, আর্ট লাইল 18 – কালার অফ বেঙ্গলের চিত্র প্রদর্শনী। এখানে শহর কলকাতা দেখার সুযোগ পেলো নিহার মজুমদারের ছবির। মাশান ভঙ্গী তে হেনমেড কাগজের ওপর এক্রাইলিক রঙে নিহারের ছবি,মন জয় করেছে সবার।
পঞ্চাশ পার করা ছোট খাটো চেহারার মানুষটি, বাংলার রাজবংশী সমাজের অপদেবতা মাশান শিল্পের ফ্রম কে নিজেস্ব আঙ্গিকে তুলে ধরেছে নিহার মজুমদার।
তার মাশান পেইন্টিং এর চাহিদা দেশ বিদেশের আর্ট বাজারে।
আর্ট লাইন 18 এর এক্সিবিশনে নবীন প্রবীণ শিল্পীদের কাজের সমাবেশ ঘটেছে। এ দেশের নবীন শিল্পী সীমা রায়, সহিনী মুখার্জী, বাংলাদেশের নবীন শিল্পী স্বপন মজুমদার, মিলন মাহফুজ, মিনরুদ্দিন অনিক দের দাবি নিহার মজুমদারের মত আন্তর্জাতিক মানের এশিল্পীর সাথে এক্সিবিশন করতে পেরে তারা ধন্য।
নিহার জানান, আর্ট লাইন 18 সমকালীন শিল্পীদের একটি শক্তিশালী গোষ্ঠী। খুব অল্প সময়ের মধ্যে দুটি আন্তর্জাতিক এক্সিবিশন করে প্রমান করেছে আর্ট লাইন 18 লম্বা দৌড়ে ঘোড়া। নিহার বাবু আরও বলেন, আগামী বছর কলকাতা, মুম্বাই, হায়দ্রাবাদ,দিল্লী, ঢাকা, দুবাই, সিংগাপুর ও হংকং এ আর্ট লাইন 18 এক্সিবিশনে তিনি নিজে উপস্থিত থাকবেন। আর্ট লাইনের সভাপতি শ্যামলী কর্মকার জানান, নিহার মজুমদারের পেইন্টিং ” বেয়ার ইন মাইন্ড” গোটা এক্সিবিশন কে একটা আলাদা মাত্রায় পৌঁছে দিয়েছে। ১ ডিসেম্বর পর্যন্ত প্রদর্শনী চলবে।