জমি বিবাদকে কেন্দ্র করে বোমাবাজি, জখম এক যুবক


বুধবার,২৮/১১/২০১৮
569

বাংলা এক্সপ্রেস---

ডোমকলঃ ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে ডোমকল থানার মানিকনগর এলাকায়। বোমাবাজির জেরে জখম যুবকের নাম সামিউল বিশ্বাস (২৭)। ঘটনায় আরও বেশ কয়েকজন জখম হলেও তারা পলাতক বলে জানা গিয়েছে। এলাকায় ব্যাপক উত্তেজনার জেরে বিশাল পুলিশ বাহিনী মোতায়োন করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, পেশায় অ্যাডভোকেট রবিউল আলম তিনিই এলাকায় অশান্তি তৈরী করছে। এছাড়াও লিয়াকত আলী মন্ডল (৬৫), রবিউল ইসলাম ৩৫), সামিউল ইসলাম (২৭), সুমন ইসলাম (২২), ফাইজুল ইসলাম, আসাদুল সেখ, মইনুদিন মন্ডল এরা এলাকায় বোমা মজুত করে অশান্তি ছড়াচ্ছে। এদিন দুপুরে তিনটি জায়গা থেকে প্রচুরপরিমানে বোমা পাওয়া গিয়েছে। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। বিশাল পুলিস বাহিনী মোতায়েন করা হয়েছে। 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট