কলকাতা: টানটান উত্তেজনা ছিল প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি পদে নির্বাচন নিয়ে। লড়াই ছিল হাড্ডাহাড্ডি। অার সেই লড়াইয়ে জয়ী হলেন অধীর অনুগামি সাদাব খান। প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের পুত্র যুব নেতা রোহন মিত্রকে প্রায় দু’হাজার ভোটের ব্যাবধানে পরাজিত করে নয়া যুব সভাপতি নির্বাচিত হলেন সাদাব। এই জয়ে খুশি তাঁর অনুগামীরা।
যুব কংগ্রেস সভাপতি নির্বাচনে যাঁরা অংশ নিয়েছিলেন তাঁরা প্রত্যেকেই কমিটিতে থাকবেন। কে জিতল, কে হারল তার কোন প্রভাব সংগঠন পরিচালনায় পড়বে না বলেই জানালেন বিজয়ীরা।
সোমেন পুত্র রোহন মিত্র পরাজিত, নয়া যুব কংগ্রেস সভাপতি সাদাব খান
বুধবার,২৮/১১/২০১৮
819
বাংলা এক্সপ্রেস---