আজ হকিতে ভারতের প্রতিপক্ষ দক্ষিন আফ্রিকা শুরু হয়েগেল নতুন লড়াই, আজ বুধবার দক্ষিন আফ্রিকার বিরুদ্ধে যাত্রা শুরু করবে ভারতীয় দল। এই ভারতীয় দলকে নিয়ে রয়েছে অনেক প্রত্যাশা। এই মুহুর্তে ভারতীয় দল দারুন ফর্মে রয়েছে। ২০১৮ সালে এশিয়ান গেমসে ভারতের ভালো রেকড ছিল। ভারতের এই পুরুষ দলকে নিয়ে জড়িয়ে রয়েছে ভারতের সন্মান। এবার কি তারা ছিনিয়ে নিতে পারবে সেরার পদক সেটাই এখন দেখার। ভারতীয় এই দলের ঝুলিতে রয়েছে ৮টি সোনার পদক। বহু মাইলস্টোন জয় করে নতুন রেকর্ড গড়েছে এই ভারতীয় হকি দল। তাই এবার তাদের জন্যে প্রত্যাশা রয়েছে অনেকখানি। আজ দক্ষিন আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামবে ভারতীয় দল। এই ম্যাচ জেতার জন্য মুখিয়ে রয়েছে ভারতীয় দল। এই হকিদল ১৯৭৫ সালে প্রথম বিশ্বকাপ জিতেছিল। এখন পুরুষ ভারতীয় দলের দায়িত্ব মনপ্রিত সিংয়ের কাঁধে। তাঁর নেতৃত্বে কেমন খেলে ভারতীয় দল সেটাই এখন দেখার।
আজ হকিতে ভারতের প্রতিপক্ষ দক্ষিন আফ্রিকা
বুধবার,২৮/১১/২০১৮
599
বাংলা এক্সপ্রেস---