কালো ড্রেসে মাতিয়ে দিলেন এই তারকা সুন্দরী


বুধবার,২৮/১১/২০১৮
1157

বাংলা এক্সপ্রেস---

কালো ড্রেসে মাতিয়ে দিলেন এই তারকা সুন্দরী এই মুহুর্তের বিনোদনের জগতে করিনা কাপুর এক বিশেষ স্থান অধিকার করে রয়েছেন। বিভিন্ন সিনেমাতে তাঁর লুক পাগল করেছে সিনেপ্রেমীদের। তবে এবার তিনি ক্যামেরার সামনে ধরা দিলেন ভিন্নলুকে। কালোড্রেস পড়ে তিনি এবার সামনে এলেন , তাঁর পরেই এই গ্লামার লুক নিয়ে শুরু হয় নানান আলোচনা। কালোড্রেস অনেক ধরনের ডিজাইনের পাওয়া যায়। তবে কালো রঙ যে তাঁর প্রিয় তা বুঝিয়ে দিলেন বলিউডের বেবো। নেটফ্লিক্সের মোগলি- লেজেন্ড অফ দ্য জঙ্গলের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। তার এই লুক নিয়ে এখন আলোচনা চলছে। এক অসম্ভব সুন্দরতা প্রকাশ পেয়েছে তাঁর এই লুকে। সব থেকে বড় ব্যপার হল এই দিন তিনি কোন অ্যাক্সেসিরিজ পড়েননি, তবে তাঁর এই গ্লামারাস লুকে মুগ্ধ তাঁর ভক্তরা। এর আগেও বিভিন্ন র্যা মশোতে তিনি এমন নজরকাড়া পোশাক পড়ে তিনি সামনে এসেছিলেন। এবার এই খবর যে ভাইরাল হবে তাঁর আঁচ পাওয়া গেছে ইতিমধ্যে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট