সি পি এম এর সিঙ্গুর থেকে রাজভবন চলো বিশাল পদযাত্রা


বুধবার,২৮/১১/২০১৮
946

সুমন করাতি---

সিঙ্গুর সহ রাজ্যের শিল্পায়ন, কৃষকের ফসলের লাভজনক দর এবং রেগা প্রকল্প ২০০ দিনের কাজের দাবীতে সিঙ্গুর থেকে রাজভবন অভিযানে সামিল সারা ভারত কৃষক সভা।

মহারাষ্ট্রের কৃষক মার্চএর অাদলে এই সি পি এমের এই মিছিল অাজ বের হয়। আগামী কাল রাণী রাসমনি রোডে অনুষ্ঠিত হবে জনসভা ।
অাজ সকাল১১ নাগাদ সিঙ্গুরের রতনপুর থেকে এই মিছিল বের হয়।

ডানকুনি ও হাওড়া হয়ে এই মিছিল বিভিন্ন পথ পরিক্রমা করে দুদিন পর রাজভবনে পৌঁছবে।রাজনৈতিক বিশ্লেষনদের মতে

সিঙ্গুর থেকেই সিপিএমের পতনের শুরু হয়েছিল। সামনেই লোকসভা ভোট তাই ফের সেই সিঙ্গুরকে সামনে রেখেই পায়ের নিচে মাটি উদ্ধারে সিঙ্গুরের কৃষকদেরকে সামনে রেখে এই পদযাত্রা সি পি এমের ।

https://youtu.be/JYrBzO7om5I

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট